আজ গরিব বলে অবহেলা করলে। সরকারি চাকরি করে এমন ছেলে দেখে বিয়ে করে নিতে যাচ্চছো। আমার কি অপরাধ ছিলো বলে দাও। আমি কি তুমার যোগ্য না। আমি তো কম ভালো বাসিনি। জানি এক দিন আমাকে তুমার মনে পড়বে আর সে দিন আমার দেখা পাবে না। এটাই নিয়তি, এটাকে মেনে নিতেই হবর। আমি চাই তুমি ভালো থাকো।